Blibli

Buy template blogger

তেত্রিশেই চলে গেলেন দুবাইয়ের শাসকপুত্র

মাত্র ৩৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মকতউনের ছেলে শেখ রশিদ বিন মহম্মদ বিন রশিদ আল মকতউন। সংযুক্ত আরব আমিরশাহির সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার সকালে হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মকতউনের প্রথম স্ত্রী শেখ হিন্দ বিন্ত মকতউন বিন জুমা আল মকতউনের বড় ছেলে ছিলেন শেখ রশিদ।। তিনি দুর্দান্ত স্পোর্টসম্যানের পাশাপাশি ঘোড়দৌড়ের শৌখিন ছিলেন।

তেত্রিশেই চলে গেলেন দুবাইয়ের শাসকপুত্র


দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মকতউনের প্রথম স্ত্রী শেখ হিন্দ বিন্ত মকতউন বিন জুমা আল মকতউনের বড় ছেলে ছিলেন শেখ রশিদ।। তিনি দুর্দান্ত স্পোর্টসম্যানের পাশাপাশি ঘোড়দৌড়ের শৌখিন ছিলেন। শাসকের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুবাই। আপাতত শেখ রশিদের মরদেহ দুবাইয়ের জাবিল মসজিদে রাখা হয়েছে। মসজিদে ধর্মীয় আচার শেষে রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেখ রশিদের মৃত্যুতে তিনদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দুবাই সরকার। এই তিন দিন দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মকতউনের প্রথম স্ত্রী শেখ হিন্দ বিন্ত মকতউন বিন জুমা আল মকতউনের বড় ছেলে ছিলেন শেখ রশিদ।। তিনি দুর্দান্ত স্পোর্টসম্যানের পাশাপাশি ঘোড়দৌড়ের শৌখিন ছিলেন। শাসকের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুবাই। আপাতত শেখ রশিদের মরদেহ দুবাইয়ের জাবিল মসজিদে রাখা হয়েছে। মসজিদে ধর্মীয় আচার শেষে রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেখ রশিদের মৃত্যুতে তিনদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দুবাই সরকার। এই তিন দিন দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মকতউনের প্রথম স্ত্রী শেখ হিন্দ বিন্ত মকতউন বিন জুমা আল মকতউনের বড় ছেলে ছিলেন শেখ রশিদ।। তিনি দুর্দান্ত স্পোর্টসম্যানের পাশাপাশি ঘোড়দৌড়ের শৌখিন ছিলেন। শাসকের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুবাই। আপাতত শেখ রশিদের মরদেহ দুবাইয়ের জাবিল মসজিদে রাখা হয়েছে। মসজিদে ধর্মীয় আচার শেষে রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেখ রশিদের মৃত্যুতে তিনদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দুবাই সরকার। এই তিন দিন দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মকতউনের প্রথম স্ত্রী শেখ হিন্দ বিন্ত মকতউন বিন জুমা আল মকতউনের বড় ছেলে ছিলেন শেখ রশিদ।। তিনি দুর্দান্ত স্পোর্টসম্যানের পাশাপাশি ঘোড়দৌড়ের শৌখিন ছিলেন। শাসকের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুবাই। আপাতত শেখ রশিদের মরদেহ দুবাইয়ের জাবিল মসজিদে রাখা হয়েছে। মসজিদে ধর্মীয় আচার শেষে রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেখ রশিদের মৃত্যুতে তিনদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দুবাই সরকার। এই তিন দিন দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মকতউনের প্রথম স্ত্রী শেখ হিন্দ বিন্ত মকতউন বিন জুমা আল মকতউনের বড় ছেলে ছিলেন শেখ রশিদ।। তিনি দুর্দান্ত স্পোর্টসম্যানের পাশাপাশি ঘোড়দৌড়ের শৌখিন ছিলেন। শাসকের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুবাই। আপাতত শেখ রশিদের মরদেহ দুবাইয়ের জাবিল মসজিদে রাখা হয়েছে। মসজিদে ধর্মীয় আচার শেষে রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেখ রশিদের মৃত্যুতে তিনদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দুবাই সরকার। এই তিন দিন দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।

Leave Comments

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel