Blibli

Buy template blogger

বাংলা মেসেজিং অ্যাপ নিয়ে এল টেলিনর ডিজিটাল

সহজে বাংলায় মেসেজ লিখা ও বাংলা স্টিকার সুবিধাসহ বিশেষ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ নিয়ে এসেছে টেলিনর ডিজিটাল।রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিশেষভাবে তৈরি এই অ্যাপটির বাণিজ্যিক যাত্রার উদ্বোধন ঘোষণা করা হয়। টেলিনর ডিজিটাল নরওয়েভিত্তিক মোবাইল সেবাদাতা কোম্পানি টেলিনরের একটি সহযোগী প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিমাসে বিনা খরচে গ্রামীণফোনের গ্রাহকরা এই সেবা নিতে পারবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘কমোয়ো’ নামের এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

বাংলা মেসেজিং অ্যাপ নিয়ে এল টেলিনর ডিজিটাল




রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিশেষভাবে তৈরি এই অ্যাপটির বাণিজ্যিক যাত্রার উদ্বোধন ঘোষণা করা হয়।

টেলিনর ডিজিটাল নরওয়েভিত্তিক মোবাইল সেবাদাতা কোম্পানি টেলিনরের একটি সহযোগী প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিমাসে বিনা খরচে গ্রামীণফোনের গ্রাহকরা এই সেবা নিতে পারবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘কমোয়ো’ নামের এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

‘কমোয়ো’ অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা টেক্সট মেসেজ, ভয়েজ মেসেজ, ভিডিও, অডিও পাঠাতে পারবেন। পাশাপাশি গ্রুপ চ্যাটসহ আরও বেশকিছু ফিচার রয়েছে অ্যাপটিতে।

অনুষ্ঠানে টেলিনর ডিজিটালের ভাইস প্রেসিডেন্ট ফ্রোডে ই ভেস্টনেস বলেন, “ইন্টারনেটে অনেক অ্যাপ থাকলেও বাংলাদেশি গ্রাহকদের জন্য উপযোগী অ্যাপ খুবই কম। বাংলায় মজার ও আর্কষণীয় স্টিকারগুলো গ্রাহকের এই চাহিদা মেটাতে সহায়তা করবে।”

গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার ডিজিটাল অ্যান্ড ডিভাইস মোহাম্মদ মুনতাসির হোসেন বলেন, “যে কোন ডিজিটাল উদ্যোগকে সমর্থন ও সহায়তা দেওয়ার ক্ষেত্রে অগ্রপথিক হিসেবে গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য বিনামূল্যে এ সেবা এনেছে। ইন্টারনেটে কোন খরচ ছাড়াই গ্রাহকরা এই সেবা ব্যবহার করতে পারবেন।”
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel