Blibli

Buy template blogger

আরএফএলে নতুন পণ্য ‘ড্রিংকইট’

নিরাপদ পানির জন্য পরিশোধন যন্ত্র নিয়ে এসেছে আরএফএল।শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ‘ড্রিংকইট’ নামে এই পানি শোধনযন্ত্রের মোড়ক উন্মোচন করা হয়।আরএফএল এর পরিচালক আরএন পলকে উদ্ধৃত করে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রিংকইট- এ রয়েছে চার স্তরের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। এর মাধ্যমে ব্যাকটেরিয়া, টারবিডিটি, প্রোটোজোয়া, লৌহজাতীয় পদার্থ ও ভারি ধাতু দূর করে।ফুটানো পানির চেয়েও নিরাপদ পানি পেতে ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার এর উপর আস্থা রাখার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। আরএফএল জানিয়েছে, ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার এ নেদারল্যান্ডের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটি ব্যবহারে বিদ্যুৎ ও গ্যাস এর প্রয়োজন নেই।


আরএফএলে নতুন পণ্য ‘ড্রিংকইট’



শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ‘ড্রিংকইট’ নামে এই পানি শোধনযন্ত্রের মোড়ক উন্মোচন করা হয়।

আরএফএল এর পরিচালক আরএন পলকে উদ্ধৃত করে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রিংকইট- এ রয়েছে চার স্তরের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। এর মাধ্যমে ব্যাকটেরিয়া, টারবিডিটি, প্রোটোজোয়া, লৌহজাতীয় পদার্থ ও ভারি ধাতু দূর করে।


ফুটানো পানির চেয়েও নিরাপদ পানি পেতে ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার এর উপর আস্থা রাখার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরএফএল জানিয়েছে, ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার এ নেদারল্যান্ডের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটি ব্যবহারে বিদ্যুৎ ও গ্যাস এর প্রয়োজন নেই।

“ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার দিয়ে প্রতি ঘণ্টায় চার থেকে পাঁচ লিটার পানি বিশুদ্ধ করা যাবে। একটি ওয়াটার পিউরিফায়ার কিট দিয়ে টানা দু’বছর বা সাত হাজার লিটার পানি পরিশোধন করা যাবে। এছাড়া ড্রিংকইট এর লাইফ ইন্ডিকেটর দিয়ে ব্যবহারকারীগণ পিউরিফায়ার কিট এর কার্যকারিতা জানতে পারবে।”

অনুষ্ঠানে আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী মৌসুমী, আরএফএল প্লাস্টিক এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রদীপ কুমার পোদ্দার, হেড অফ মার্কেটিং এস এম আরাফাতুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave Comments

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel