Blibli

Buy template blogger

ঈদে চ্যানেল আইতে ‘কমন জেন্ডার’

ভিন্ন ধারার চলচ্চিত্র ‘কমন জেন্ডার’ এবার সম্প্রচার হতে যাচ্ছে টিভি পর্দায়। ঈদের তৃতীয় দিন, সকাল ১০টা ৩০মিনিটে চ্যানেল আইতে এটি প্রচার হবে। দেশের অবহেলিত বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি। ২০১২ সালের ২১ এপ্রিল চলচ্চিত্রটি বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশের পাশাপাশি বিদেশেও ছবিটির গল্প এবং নির্মাণ প্রশংসিত হয়। এটি বাংলাদেশের পক্ষে প্রথম চলচ্চিত্র হিসাবে ৭০তম গোল্ডেন গ্লোব এবং ৩৬তম আন্তর্জাতিক টেলিভিশন কনফারেন্সে আমন্ত্রিত, প্রদর্শিত এবং প্রশংসিত হয়।

ঈদে চ্যানেল আইতে ‘কমন জেন্ডার’

পরিচালক মনে করেন, এই চলচ্চিত্রটি বাংলাদেশের অধিকাংশ জনসাধারণের ভাবনায় হিজড়া সম্প্রদায় সম্পর্কে বহুদিনের লালন করা ভুল ধারনাকে পাল্টে দিতে দারুন সাহায্য করেছে। ফলশ্রুতিতে ২০১৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। ‘কমন জেন্ডার’ এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রয়াত দিলিপ চক্রবর্তি, সাজু খাদেম, জয় রাজ, সোহেল খান, হাসান মাসুদ, রোজি সিদ্দিকী, চিত্র লেখা গুহ, রাশেদ মামুন অপু, অয়ন চৌধুরী, বাপ্পি আশরাফ, এস এম মহসিন, শহিদুল ইসলাম সাচ্চু, কাজী রাজু, তুষার মাহমুদ, প্রয়াত নায়লা, সিন্ডি রোলিং প্রমুখ।

পরিচালক মনে করেন, এই চলচ্চিত্রটি বাংলাদেশের অধিকাংশ জনসাধারণের ভাবনায় হিজড়া সম্প্রদায় সম্পর্কে বহুদিনের লালন করা ভুল ধারনাকে পাল্টে দিতে দারুন সাহায্য করেছে। ফলশ্রুতিতে ২০১৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। ‘কমন জেন্ডার’ এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রয়াত দিলিপ চক্রবর্তি, সাজু খাদেম, জয় রাজ, সোহেল খান, হাসান মাসুদ, রোজি সিদ্দিকী, চিত্র লেখা গুহ, রাশেদ মামুন অপু, অয়ন চৌধুরী, বাপ্পি আশরাফ, এস এম মহসিন, শহিদুল ইসলাম সাচ্চু, কাজী রাজু, তুষার মাহমুদ, প্রয়াত নায়লা, সিন্ডি রোলিং প্রমুখ।


পরিচালক মনে করেন, এই চলচ্চিত্রটি বাংলাদেশের অধিকাংশ জনসাধারণের ভাবনায় হিজড়া সম্প্রদায় সম্পর্কে বহুদিনের লালন করা ভুল ধারনাকে পাল্টে দিতে দারুন সাহায্য করেছে। ফলশ্রুতিতে ২০১৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। ‘কমন জেন্ডার’ এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রয়াত দিলিপ চক্রবর্তি, সাজু খাদেম, জয় রাজ, সোহেল খান, হাসান মাসুদ, রোজি সিদ্দিকী, চিত্র লেখা গুহ, রাশেদ মামুন অপু, অয়ন চৌধুরী, বাপ্পি আশরাফ, এস এম মহসিন, শহিদুল ইসলাম সাচ্চু, কাজী রাজু, তুষার মাহমুদ, প্রয়াত নায়লা, সিন্ডি রোলিং প্রমুখ।


পরিচালক মনে করেন, এই চলচ্চিত্রটি বাংলাদেশের অধিকাংশ জনসাধারণের ভাবনায় হিজড়া সম্প্রদায় সম্পর্কে বহুদিনের লালন করা ভুল ধারনাকে পাল্টে দিতে দারুন সাহায্য করেছে। ফলশ্রুতিতে ২০১৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। ‘কমন জেন্ডার’ এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রয়াত দিলিপ চক্রবর্তি, সাজু খাদেম, জয় রাজ, সোহেল খান, হাসান মাসুদ, রোজি সিদ্দিকী, চিত্র লেখা গুহ, রাশেদ মামুন অপু, অয়ন চৌধুরী, বাপ্পি আশরাফ, এস এম মহসিন, শহিদুল ইসলাম সাচ্চু, কাজী রাজু, তুষার মাহমুদ, প্রয়াত নায়লা, সিন্ডি রোলিং প্রমুখ।

Leave Comments

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel