Blibli

Buy template blogger

ঈদে শফিক তুহিনের ভিডিও উপহার

এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন।শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ।

ঈদে শফিক তুহিনের ভিডিও উপহার

এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন। শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ। শফিক তুহিন বলেন, ‘ঢাকার বিভিন্ন দৃষ্টি নন্দন স্থানে ভিডিওটির শ্যুটিং করেছি। চলছে সম্পাদনার কাজ। দু’তিন দিনের মধ্যে ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে গানটি মুক্তি দেবো। এটা আমার দর্শক-ভক্তদের জন্য ঈদ ভিডিও উপহার।’ আরও বলেন, ‘ভিডিওতে তানভীর-নদীকে দারুণ মানিয়েছে। ওদের সঙ্গে আমিও থাকছি ভিডিওতে।’ উল্লেখ্য, এই ঈদে শফিক তুহিনের বেশকিছু অডিও গান থাকছে ‘প্রেমকাব্য’ শীর্ষক মিশ্র এবং টিনা মোস্তরীর সঙ্গে দ্বৈত অ্যালবামে।

এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন। শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ। শফিক তুহিন বলেন, ‘ঢাকার বিভিন্ন দৃষ্টি নন্দন স্থানে ভিডিওটির শ্যুটিং করেছি। চলছে সম্পাদনার কাজ। দু’তিন দিনের মধ্যে ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে গানটি মুক্তি দেবো। এটা আমার দর্শক-ভক্তদের জন্য ঈদ ভিডিও উপহার।’ আরও বলেন, ‘ভিডিওতে তানভীর-নদীকে দারুণ মানিয়েছে। ওদের সঙ্গে আমিও থাকছি ভিডিওতে।’ উল্লেখ্য, এই ঈদে শফিক তুহিনের বেশকিছু অডিও গান থাকছে ‘প্রেমকাব্য’ শীর্ষক মিশ্র এবং টিনা মোস্তরীর সঙ্গে দ্বৈত অ্যালবামে।


এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন। শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ। শফিক তুহিন বলেন, ‘ঢাকার বিভিন্ন দৃষ্টি নন্দন স্থানে ভিডিওটির শ্যুটিং করেছি। চলছে সম্পাদনার কাজ। দু’তিন দিনের মধ্যে ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে গানটি মুক্তি দেবো। এটা আমার দর্শক-ভক্তদের জন্য ঈদ ভিডিও উপহার।’ আরও বলেন, ‘ভিডিওতে তানভীর-নদীকে দারুণ মানিয়েছে। ওদের সঙ্গে আমিও থাকছি ভিডিওতে।’ উল্লেখ্য, এই ঈদে শফিক তুহিনের বেশকিছু অডিও গান থাকছে ‘প্রেমকাব্য’ শীর্ষক মিশ্র এবং টিনা মোস্তরীর সঙ্গে দ্বৈত অ্যালবামে।

Leave Comments

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel