Blibli

Buy template blogger

ঈশানার বিরুদ্ধে প্রেমের অভিযোগের ‘প্রমাণ মেলেনি’

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই নাসির উদ্দিন সরকার রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে তার অব্যাহতির সুপারিশ করেন। প্রতিবেদনে বলা হয়, ঈশনার বিরুদ্ধে প্রযোজক-অভিনেতা মারুফ খান প্রেমের দায়ের করা মামলার তদন্তে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মারুফ খান প্রেম গত ৩ ফেব্রুয়ারি ঈশানার বিরুদ্ধে আদালতে একটি মানহানি মামলা এবং গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, শুটিং সেটে বাদীর অনুপস্থিতিতে ঈশানা তাকে গালি দিয়েছে এবং ফেইসবুকে তাকে নিয়ে একটি স্ট্যাটাস দেয়, যাতে তার সুনামহানি হয়েছে।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য মামলার নথিপত্র ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন বিচারক। এদিন মহানগর হাকিম মো. সাজ্জাত হোসেনের আদালতে হাজিরা দেন ঈশানা। ২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানার আপ হয়েছিলেন মৌনিতা খান ঈশানা।

ঈশানার বিরুদ্ধে প্রেমের অভিযোগের ‘প্রমাণ মেলেনি’

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই নাসির উদ্দিন সরকার রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে তার অব্যাহতির সুপারিশ করেন।

প্রতিবেদনে বলা হয়, ঈশনার বিরুদ্ধে প্রযোজক-অভিনেতা মারুফ খান প্রেমের দায়ের করা মামলার তদন্তে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মারুফ খান প্রেম গত ৩ ফেব্রুয়ারি ঈশানার বিরুদ্ধে আদালতে একটি মানহানি মামলা এবং গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, শুটিং সেটে বাদীর অনুপস্থিতিতে ঈশানা তাকে গালি দিয়েছে এবং ফেইসবুকে তাকে নিয়ে একটি স্ট্যাটাস দেয়, যাতে তার সুনামহানি হয়েছে।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য মামলার নথিপত্র ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন বিচারক।

এদিন মহানগর হাকিম মো. সাজ্জাত হোসেনের আদালতে হাজিরা দেন ঈশানা।

২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানার আপ হয়েছিলেন মৌনিতা খান ঈশানা।

Leave Comments

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel